এনবিটিভি ডেস্ক:২১-এর নির্বাচনের আগে একুশের সভা থেকে বিজেপি-কে নিশানা করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ‘ভাববেন না করোনা চলছে বলে এনপিআর, এনআরসি ভুলে যাবো ৷’
মঙ্গলবার তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে কি গায়ের জোর দেখাচ্ছেন? বহিরাগতরা বাংলা চালাবে না৷ বাংলার লোক বাংলা চালাবে৷ এনআরসি-এনপিআরের বিরুদ্ধে লড়াই করেছি৷ আরও করব৷ ভাববেন না, করোনা হয়েছে বলে এনআরসি ভুলে যাবো ৷’