নিউজ ডেস্ক : শিক্ষা জীবন শেষ করার পর থেকেই মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন ডা. কাফিল খান। পেশায় চিকিৎসক কাফিল খান প্রথমে গোরখপুর হাসপাতালে অধ্যক্ষ হিসেবে পরবর্তীতে কেরালায় মহামারীর সংক্রমণে কাজ করে গিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে। যোগী সরকারের উদাসীনতা এবং অব্যবস্থাপনার জন্য গোরখপুর হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় অসত্য এবং বানোয়াট তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলির পাঠা বানানো হয় তাকে। কোন অপরাধ না করেও মানবতার সেবার কারণেই তাকে কারাগারের অন্ধকার কুঠুরিতে যোগী সরকারের ষড়যন্ত্রের কারণে কাটাতে হয়েছে বহু সূর্যাস্ত। তবু ও চুপ থাকতে পারেননি দুর্দশাগ্রস্ত কৃষকদের দেখে। শান্তা সেজে ঝাঁপিয়ে পড়েছেন তাদেরকে সাহায্য করতে। বড়দিনে তাকে দেখা গেল আন্দোলনরত কৃষকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করতে। দিল্লির রাজপথে অলিতে-গলিতে হেঁটে হেঁটে দুস্থদের মাঝে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী থেকে চিকিৎসা সামগ্রী। তার এমন ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তার শুভাকাঙ্খীরা।
কাফিল খান এর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। এর আগে ফেব্রুয়ারি মাসে মোদি সরকারের বৈষম্যমূলক এবং অসাংবিধানিক নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরুদ্ধে কথা বলার জন্য তাকে মুম্বাই থেকে গ্রেফতার করে যোগী সরকার। পরবর্তীতে এলাহাবাদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি দিলেও যোগী সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে তাকে পুনরায় গ্রেপ্তার করার অনুমতি চেয়ে। সেখানেও মুখ পোড়ে যোগী সরকারের।তার পরেও যদি সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে কাফিল খান ও তার পরিবারকে চক্রান্তের জালে ফেলার। কাফিল খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি উত্তরপ্রদেশ ছেড়ে কোথাও যাবেন না। মানবতার সেবায় সারাটা জীবন নিজেকে নিয়োজিত রাখবেন এবং সত্য এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলবেন।