নিকাশি ব্যবস্থা না থাকায় নাজেহাল গ্রামবাসী, দাবি জানিয়ে খোলা চিঠি সুতি-১ ব্লকের বাসিন্দাদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200722-WA0017

এনবিটিভি নিউজ ডেস্ক, ২২ জুলাই: মুর্শিদাবাদ জেলার সুতি-১ ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের অধীন নয়াগ্রামের বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক বছর ধরে নিকাশি ব্যবস্থা না থাকার জন্য নয়াগ্রাম বাসীর নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল দাঁড়িয়ে যাচ্ছে নয়াগ্রামে। আগে নয়াগ্রামের জাকির মাস্টারের বাড়ি থেকে খাশপাড়া পর্যন্ত রাস্তার ধার দিয়ে লম্বা একটা সরকারি জায়গা ছিল সেই জায়গা দিয়ে গ্রামের জল নিকাশি হত কিন্তু বর্তমানে কিছু অসৎ ব্যক্তি সেই সমস্ত সরকারি জায়গা গুলোতে মাটি ভরে দখল নিয়ে রেখে দিয়েছে যার ফলে গ্রামের জল বার হতে পারছেনা।দীর্ঘদিন এভাবেই রাস্তার উপরে জল জমে থাকার ফলে স্কুল ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। আমাদের গ্রামের স্কুল ও বেসরকারি ডি.এড কলেজ বর্তমান শিক্ষক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছে। গ্রামেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানেও এক হাঁটু জল অনেক গর্ভবতী মহিলা থেকে শুরু করে বাচ্চাদের টিকাকরন করাতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মহিলাদের। পরে জল কমে যাওয়ার পর আবর্জনা জমে নানা রকমের রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এই গ্রামে।

এই করুন অবস্থায় গ্রামবাসীর অনুরোধ যাতে সরকারি জায়গা দখলমুক্ত করে নয়াগ্রামের জল নিকাশির দ্রুত ব্যবস্থা দেওয়া হোক।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর