আকবরকে ধর্ষক বললেন রাজস্থানের শিক্ষামন্ত্রী

মোঘল সম্রাট আকবরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার।

এক সাংবাদিক সম্মেলনে রাজস্থানের শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আকবর কখনোই এক জন মহান ব্যক্তিত্ব ছিলেন না। তিনি এক জন আগ্রাসী এবং ধর্ষক ছিলেন। তিনি বাজার থেকে মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন। এই ধরনের এক জন মানুষকে মহান ব্যক্তিত্ব বলা বোকামি। আমাদের পূর্বপুরুষ বীর সাভারকর এবং শিবাজি সম্পর্কে প্রচুর বিভ্রান্তিকর তথ্য রয়েছে স্কুলের পাঠ্যপুস্তকে। সেই গুলি কী ভাবে ঠিক করা যায় সেটাই দেখা হচ্ছে।’’

তিনি আরো বলেন, ‘‘মহারাণা প্রতাপ এবং আকবরের মধ্যে যুদ্ধ হয়েছিল। মহারাণা প্রতাপ সর্বদাই দেশের জন্য লড়াই করেছিলেন। এমন এক মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আকবর কি কখনই দেশের ভাল চাইতে পারেন?’’

উল্লেখ্য সম্প্রতি রাজস্থানের একটি প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা দেবী সরস্বতীর নামে বিতর্কিত মন্তব্য করলে সমালোচনার ঝড় উঠে। পরবর্তীতে শিক্ষামন্ত্রীর হস্তপক্ষেপে ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়।

Latest articles

Related articles