যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

টটট

পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ এশতায়েহ। গাজায় ভয়াবহ যুদ্ধ, গণহত্যা ও অব্যাহত সহিংসতার প্রতিবাদে সোমবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এশতায়েহ বলেন, ‘পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও খাদ্যাভাবকে কেন্দ্র করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও গাজার শাসনভার মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে থাকুক সেটি কখনোই চাননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিন রাষ্ট্রের যেকোনো সিদ্ধান্তকে ‘একতরফা’ উল্লেখ করে প্রত্যাখান করেন নেতানিয়াহুর। তার এই অবস্থানকে সমর্থন করেন  ইসরায়েলের পার্লামেন্টের উগ্রপন্থী সদস্যরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর