সুরজিৎ দাশ, নদীয়া: সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদীয়ার নবদ্বীপ থানার মিত্র পাড়া, স্টেশন রোড এলাকায়। দীর্ঘক্ষণ পরও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে বন্ধু বান্ধবদের কাছে খোঁজখবর নেয়। এরপরেও তার কোনো সন্ধান না পেয়ে নবদ্বীপ থানায় এফআইআর দায়ের করে নিখোঁজ ছাত্র ঋজু সিংহের পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, “নবদ্বীপ শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ের” অষ্টম শ্রেণীর ছাত্র ঋজু সিংহ। মঙ্গলবার প্রাইভেট পড়ে বাড়ি ফিরে সন্ধ্যার সময় সাইকেল নিয়ে আর পাঁচটা স্বাভাবিক দিনের মতো বেরিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি না ফিরলে, পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছে খোঁজখবর শুরু করে ছাত্রটির পরিবারের লোকজন। দীর্ঘ খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয় ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে। লিখিত অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।