এনবিটিভি ডেস্ক, আসানসোল: দীর্ঘ কয়েক ঘন্টা দুই পক্ষের আইনজীবিদের শুনানি শোনার পর আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক ৩রা ফেব্রুয়ারী অর্থাৎ ১৪দিন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় এনামুল হককে। জেল হেফাজতে যাবার সময় এনামুল হক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে। এই প্রসঙ্গে এনামুলের আইনজীবী শেখর কুন্ডু বলেন, বিল খারিজ করা হয়েছে।
Popular Categories