এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

vikas-dubey_1594271933

এনবিটিভি ডেক্স: পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত গ্যাংস্টার বিকাশ দুবে। আজ সকালে উজ্জয়িনী থেকে আনার পথে কানপুরের কাছে ভউতীতে কনভয়ে থাকা বিকাশের গাড়ি উল্টে যায়। উত্তরপ্রদেশের পুলিশ সূত্রে দাবি, গাড়ি উল্টে যাওয়ার পর বিকাশ এক এসটিএফ কর্মীর পিস্তল ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে। পুলিশ ঘিরে ধরে তাকে। পুলিশ সূত্রে দাবি, বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু বিকাশ গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় বিকাশ দুবের সঙ্গে পুলিশের সংঘর্ষ। পুলিশ সূত্রে দাবি, সংঘর্ষে গুরুতর জখম হয় বিকাশ। তার বুকে গুলি লাগে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মৃত্যু হয় তার। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ওই সংঘর্ষের ঘটনা ঘটে। জখম হয়েছেন এসটিএফের ২ কর্মীও। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে ধরা পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল উত্তরপ্রদেশের ওই গ্যাংস্টার। বিকাশ ও তার দলবলের হাতে গত সপ্তাহে ৮ পুলিশকর্মী নিহত হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। কিন্তু মন্দিরে পুজো দিতে গিয়ে ধরা পড়ে যায়। ইতিমধ্যেই বিকাশের ৫ সঙ্গী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। বিকাশকে পুলিশের অভিযানের খবর পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে ২ পুলিশ অফিসার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর