উত্তেজনার অ্যাশেজ, রুদ্ধশ্বাস লড়ে টেস্ট ড্র করল ইংল্যান্ড, হোয়াইটওয়াশের স্বপ্নভঙ্গ অজিদের

নিউজ ডেস্ক : উত্তেজনার অ্যাশেজ। এ ছাড়া আর কী বলা যেতে পারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টকে! দু’টি নতুন দল, দু’টি নতুন প্রতিপক্ষ। বিপক্ষে সেই একটিই দল, আয়োজক দেশ অস্ট্রেলিয়া। কিন্তু পরপর দুই বছরেও সিডনির মাটিতে তাদের ভাগ্যের কোনও পরিবর্তন হল না। ২০২১ এবং ২০২২— প্রথমে ভারত, তারপরে ইংল্যান্ড। পরপর দু’ বার দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে সিডনিতে জিততে দিল না দুই দল।

চলতি অ্যাশেজ সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। সম্মান রক্ষার লড়াইয়ে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। কোনও মতে টেস্ট ড্র করল তারা। কঠোর পরিশ্রম করেও ইংল্যান্ডের শেষ উইকেট ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। দারুণ উপভোগ্য হয় এই টেস্ট কয়েক ওভারের মধ্যে অস্ট্রেলিয়াকে একটি উইকেট তুলতে হতো ক্রিজে ছিলেন স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন দুজনের কাউকেই আউট করতে পারেনি অজিরা।

Latest articles

Related articles