সপ্তাহখানেক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, করোনা আক্রান্ত নিজের বাড়িতেই ঘরে কোয়ারান্টাইনে ছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ হাসপাতালে ভর্তি করা হল তাঁকে।
শারীরিকভাবে স্থিতীশীল থাকলেও গত রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অক্সিজেনের মাত্রা ৯০-এর নীচে নেমে যায়। শ্বাসকষ্ট হতে শুরু করে। তারপরেই চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।