দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় কংগ্রেসের কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে আসছেন সোনিয়া গান্ধি। এবার সেই দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। তাই দেশের মধ্যে কোনও একজন প্রবীণ কংগ্রেস নেতাকে কংগ্রেসের কার্যকরী প্রেসিডেন্ট পদে বসাতে চান সোনিয়া। ১০ জনপথ সূত্রে খবর, উত্তর ভারতের কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম এক্ষেত্রে উঠে আসছে। তারা হলেন, মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ও কমলনাথ এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। তবে, যেহেতু কমলনাথের সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে সখ্যতা রয়েছে তাই কমলনাথের দিকে পাল্লা ভারি।
তবে শেষ পর্যন্ত কে হবে সেটা সময়ই বলবে।