এনবিটিভি ডেস্ক: পরীক্ষা না দিয়েই ফেল। করোনা আবহে পরীক্ষা না হওয়ায় উচ্চ মাধ্যমিকে বহু পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। বিক্ষোভও দেখায় তাঁরা। প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে তাদের ফেল করানো হল?
এবার উত্তর্ণ না হওয়ায় রাস্তা অবরোধ করল ফুল মালঞ্চ ভকত হাই স্কুল টোটাল ছাত্র-ছাত্রীররা। এই স্কুলের পরীক্ষার্থী ছিল এবার ১৫৫ জন। তারমধ্যে ফেল করেছে ১০৫ জন। পাস করেছে মাত্র ৫০ জন। এই নিয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা মিলে ক্যানিং থেকে চুনাখালি রোডের মধ্যে কলোনি মোড় ঋতু ভগত হাই স্কুলের ছাত্র-ছাত্রী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এখানে উপস্থিত ছিলেন বাসন্তী থানার আইসি।