কৃষকদের “কৃষি আইন বিরোধিতা”, উত্তর প্রদেশের “লখিমপুর খিরির নির্মম হত্যার ঘটনা” দুর্গা পুজোর থিম

এনবিটিভি ডেস্কঃ   প্রবাদ আছে বাঙালির মাসে তেরো পারবন । দুর্গা পূজো  বাঙালি হিন্দুদের নিকট গুরুত্ব পূর্ণ উৎসব । এই দুর্গা পূজো মন্ডপে  সারা বছর ঘটে যাওয়া ঘটনাকে  সুকৌশলে বিভিন্ন থিমের মাধ্যমে চিত্র  তুলে ধরা হয়  ।  গত  বছর করোনা আবহেও শহরের পুজোগুলিতে ছিল থিমের চমক। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সৃষ্টির ছোঁড়াছুড়ি। কেউ দিচ্ছেন এনআরসি নিয়ে বার্তা আবার কেউ  সাম্প্রতিক  করোনা পরিস্থিতিকে তুলে ধরছেন।

লখিমপুর খিরির হত্যার ঘটনা ।

তবে শহরতলির একটি স্থানীয় ক্লাব এ বছর তাদের পুজোয় কৃষকদের যন্ত্রণার কথা তুলে ধরেছেন। তাঁদের সংঘর্ষের কথা তুলে ধরেছেন প্যান্ডেল জুড়ে। যাঁরা প্রায় এক বছর ধরে কৃষি আইন নিয়ে বিরোধিতা করে চলেছেন দিল্লির সীমান্তে।
তবে শুধু কৃষি আইন নয়, এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে কৃষক আন্দোলনের ধারাবাহিকতা। লোকডাউনের কারনে সাধারন পরিযায়ী শ্রমিকের দুঃখ দুর্দশা সহ নানান চিত্র ।

যেখানে সম্প্রতি হওয়া লখিমপুর খিরির ঘটনাও ঠাঁই পেয়েছে, যেখানে আটজন কৃষক মারা গিয়েছেন।

আর তা বোঝাতে গিয়ে গোটা মন্ডপজুড়ে ব্যবহার করা হয়েছে পা এবং চটি।এনআরসি বিলের বিরোধিতার চিত্র গুলি  থিমের মাধ্যমে তুলে ধরেছেন কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ।

এই সমস্ত থিমের পিছনে রাজনীতি করার  অভিযোগ তুলছে অনেকে ।

 

Latest articles

Related articles