ফের আগুন শহরে। ঘটনাটি ঘটেছে 157 C লেনিন সরণীতে। আগুন নেভাতে 10 টি দমকলের ইঞ্জিন উপস্থিত হয়েছিল। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই বহুতলের একটি অফিসে আগুন লাগে। বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলকে। আগুন লাগার কারণ কিছু জানা যায়নি।