এনবিটিভি: ভাঙড়ের সিতুড়ীতে বোমা, ও বোমা তৈরির মশলা সহ উদ্ধার হল গুলি। ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বোমা তৈরির মশলা। অভিযুক্ত পলাতক, আইএসএফ কর্মীর বাবা কে গ্রেপ্তার করলো পুলিশ।
এক গোপন সূত্রে খবর পেয়ে , ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের আদেশে ভাঙড় থানার পুলিশ তল্লাশি জন্য রৌওনা দেন ভাঙড়ের সিতুড়ীর আইএসএফ কর্মীর বাড়িতে
এবং সেখানেই উদ্ধার হয় বোমা, গুলি আরও অনেক কিছু। ছেলে আইএসএফ করে বলেই তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয় – দাবী করেন আইএসএফ কর্মীর বাবা।
তারপর থেকই নিখোঁজ আইএসএফ কর্মী। পুলিশ খোঁজ চালাচ্ছে আইএসএফ কর্মীর। গত কয়েকদিন ধরেই আইএসএফ কে ঘিরে উত্তপ্ত রয়েছে ভাঙড় এর সিতুড়ী। এবং আইএসএফ কর্মীকে বেধরক মারার অভিযোগ ওঠে তৃণমূল এর বিরুদ্ধে। এবং সেই প্রতিবাদে বিক্ষোভে পথ অবরোধ করে আইএসএফ কর্মীরা।