Tuesday, April 22, 2025
36 C
Kolkata

চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে

 

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তারপরই নতুন এক বিতর্কে জড়ালেন বিজেপির এই সাংসদ। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন দলেরই এক কর্মী। শুধু প্রতারণাই নয় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি।কেন্দ্রীয়মন্ত্রী হওয়ার আগে তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। আর তিন কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নতুন এক বিতর্কে জড়ালেন। চাকরির নামে প্রতারণার অভিযোগ ছাড়াও তাঁর নির্দেশে বোমা রাখার বিস্ফোরক স্থানীয় বাসিন্দা ফিরদৌস ইসলাম। তিনি এই মর্মে বিজেপির সাংসদের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগও দায়ের করলেন।

গোসানিমারির বাসিন্দা ফিরদৌস ইসলামের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সঙ্গে কাজ করতেন তিনি। সেই সময়ই তাঁকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন নিশীথ। বিনিময়ে, প্রথমে এক লক্ষ টাকা এবং পরে আরও ২৫ হাজার টাকা নেন। গবাদি পশু, টোটো ইত্যাদি বিক্রি করে সেই অর্থ জোগাড় করেছিলেন তিনি। কিন্তু আজও প্রতিশ্রুতি পূরণ হয়নি। উলটে তাঁর কথা মতো কাজ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে ফিরদৌসকে। তাঁর অভিযোগ, স্থানীয় একটি কারখানায় পুলিশ তল্লাশি চালিয়ে বোমা ও বোমা তৈরির বহু সরঞ্জাম ও কাঁচামাল পেয়েছিল। সেই সময়, নিশীথ প্রামাণিক নাকি চাকরির প্রতিশ্রুতি দিয়ে সেসব বোমা ও বোমা তৈরির সামগ্রী ফিরদোসকে সরিয়ে রাখতে বলেছিলেন। কিন্তু পরে সেই বোমা ফেটেই গুরুতর জখম হন ফিরদৌস। সপ্তাহ খানেক আইসিইউতে থাকতে হয় তাঁকে।

ফিরদৌস ইসলাম আরও জানান, ‘‌শুধু আমার নয়, চাকরির পাইয়ে দেবে প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা আদায় করেছেন নিশীথ প্রামাণিক। তাঁরা ফেরত চাইছে না সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার টাকা ফেরত চাই। আমার চাকরি চাই না। ওই টাকাটা ফেরত পেলে অন্তত টোটো কিনে চালাতে পারব। পেটটা তো চলবে।’‌

বিজেপির জেলা সভাপতি মালতী রাহার কথায়, ‘‌তৃণমূলের সাজানো গল্প এইসব। আমাদের মন্ত্রীর নামে মিথ্যা বদনাম দিতে চাইছে তৃণমূল। এইসব অভিযোগের কোনও সত্যতা নেই।’‌

তৃণমূলের পক্ষ থেকে উদয়ন গুহ বলেন, ‘‌কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যা অভিযোগ উঠছে তাতে লজ্জা লাগা দরকার। মানুষের সঙ্গে প্রতারণা করাই নিশীতের স্বভাব। নিশীথ প্রামাণিক সমাজ বিরোধী তৈরি করছেন। তদন্ত হোক নিশীতের বিরুদ্ধে

Hot this week

উত্তরপ্রদেশে ওয়াকফ বিল বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে গ্রেপ্তার ৫০, জামিনে চাওয়া হল ২ লাখ টাকা জরিমানা

১৮ এপ্রিল, উত্তরপ্রদেশের বাগপথ জেলার বিলাসপুর গ্রামে স্থানীয় মসজিদের...

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

মুম্বাইয়ের ভিলে পার্লের জৈন মন্দির ভাঙা ঘিরে বিতর্ক, রাস্তায় নেমে নীরব প্রতিবাদে হাজারো মানুষ

মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় অবস্থিত প্রায় ৯০ বছরের প্রাচীন...

Topics

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

Related Articles

Popular Categories