‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে বিনামূল্যে হেলমেট বিতরণ আরামবাগে

বাদশা সেখ, বেঙ্গল রিপোর্ট, হুগলী: হুগলীর আরামবাগ মহকুমা জুড়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালন করা হল আজ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ই জুলাই, মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত ধরে পথ চলা শুরু “সেফ ড্রাইভ, সেভ লাইফ” উদ্যোগটি। আর আজ সেফ ড্রাইভ, সেভ লাইফ” -এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে আরামবাগ মহকুমার প্রতিটি থানা এলাকায় বিভিন্ন সতর্কতা শিবিরের আয়োজন করা হয়।

পথচলতি লোকেদের মধ্যে মাস্ক ও হেলমেটবিহীন বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট তুলে দেওয়া হয়। একই সাথে বিভিন্ন থানার উদ্যোগে সতর্কীকরণ শোভাযাত্রার আয়োজনও করা হয়। ট্রাফিক আইন ও বিধি মেনে চলুন, নিজর জীবন সুরক্ষিত রাখুন– এই বার্তায় দিয়েছেন আরামবাগ এসডিপিও অভিষেক বাবু।

Latest articles

Related articles