ডোনার ফ্রেণ্ডস নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প বসিরহাটে

আলিনুর মণ্ডল, বসিরহাটঃ মাটিয়া থানার অন্তর্গত মেটিয়া উচ্চ বিদ‍্যালয়ে মাটিয়া ডোনার ফ্রেণ্ডস এর পরিচালনায় ফ্রি মেডিক্যাল ক‍্যাম্প এর আয়োজন করা হয়। এছাড়াও উক্ত শিবিরে সম্পূর্ণ বিনামুল্যে ইসিজি, থাইরয়েড, বিপি, ইউরিক অ‍্যাসিড, সুগার সহ একাধিক পরীক্ষা করা হয়। এছাড়াও কিছু কিছু ঔষধও ফ্রিতে দেওয়া হয়। এই বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শ্রীনগর-মাটিয়া পঞ্চায়েতের অধীনস্থ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৪১৭ জন অসহায়,দুঃস্থ মানুষদের উপরি উল্লিখিত পরিষেবাগুলি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়।

উক্ত ফ্রি ক‍্যাম্পে – সেবা ব্লাড কালেকশন, মেড লে, নিউ সুরক্ষা ডায়াগনস্টিক এণ্ড এক্সরে সেন্টার ফ্রিতে পরীক্ষার ব‍্যবস্থা করেন। এছাড়াও মাটিয়া ডোনার ফ্রেণ্ডস মেডিক্যাল সেলের সভাপতি তথা কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ ফারুক  হাসান সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা ও ঔষধের ব‍্যবস্থা করেন।

Latest articles

Related articles