গতকাল গোপন তল্লাশি অভিযান কলকাতা পুলিশের। আর সেই অভিযানেই আনন্দপুর থেকে উদ্ধার হল ১৬টি তাজা বোমা। একটি বাড়ির মধ্যে একসঙ্গে এতগুলি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই বাড়িতে বোমা তৈরি হত বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড।
শুক্রবার রাতে আনন্দপুরের গুলশন কলোনির একটি বাড়িতে ওই তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ওই বাড়িতেই লুকিয়ে ছিল চার দুষ্কৃতী। ধৃতদের নাম মহম্মদ ফৈয়াজ, শেখ বিক্রম, সাদ্দাম হুসেন ও শেখ সমীর।
এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের।