গাইবান্ধায় অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ  দুই ব্যাবসায়ীর ৮ হাজার টাকা অর্থদন্ড।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_689765294939916

 

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ মৎস্য অধিদপ্তরের অধিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে পৌরবন্দরের গোলাপবাগ হাটে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল জব্দ ও মোবাইল কোর্টে দু’ ব্যাবসায়ীর ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক।

গতকাল বৃহস্পতিবার(২৩জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন এ মোবাইল কোর্ট(ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন।মোবাইল কোর্টে যাদের অর্থদন্ড করা হয়, তারা হলেন অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী রেজাউল করিমকে- ৫ হাজার ও সাইদুর রহমানের-৩ হাজার।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ম্যাজিট্রেটকে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ,অফিস সহকারী আব্দুল লতিফ প্রধান প্রমুখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর