গাইবান্ধায় বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু।

 

মো: সাগর ইসলাম.
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে পাটের আঁশ ছাড়াতে গিয়ে ২ জন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ২৭ জুলাই সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চরাঞ্চলের এরেন্ডাবাড়ি ইউনিয়নের ভাটিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে এরেন্ডাবাড়ি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত ভাটিয়াপাড়া গ্রামে বাড়ির পার্শ্ববর্তী পাট থেকে আঁশ ছাড়াচ্ছিলেন কৃষি শ্রমিক লাল চান ও নুর মোহাম্মদ। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ ও লালচান মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। নিহত লাল চাঁন (২১) উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে ও নুর মোহাম্মদ (৩৮) একই গ্রামের ইনসাফ আলীর ছেলে।

এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Latest articles

Related articles