গঙ্গার ভাঙন উত্তরোত্তর বেড়েই চলেছে, চরম আতঙ্কে এলাকাবাসী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200904-WA0017

এনবিটিভি ডেস্ক: আবার ভাঙ্গন শুরু হল মালদা জেলার বৈষ্ণবনগর থানার বীরনগর-১ গ্রামপঞ্চায়েতের চীনাবাজার গ্রামে। বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে শুরু হয় এই বিধ্বংসী ভাঙ্গন। দু আড়াই ঘণ্টায় প্রায় ৫০ টি বাড়িসহ একটি বেসরকারি স্কুল তলিয়ে যায় গঙ্গার কবলে।গঙ্গার বিধ্বংসী ভাঙনে সর্বশান্ত হতে বসেছে কালিয়াচক-৩ ব্লকের বীরনগর-১ গ্রামপঞ্চায়েতের চীনাবাজার গ্রাম। টানা ভাঙনে নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক তিল তিল করে তৈরি করা বাড়ি। তলিয়ে যাচ্ছে স্মৃতিজড়িত মাঠ ঘাট, স্কুল, গাছপালা, ফসল ক্ষেত সহ সর্বস্ব। ভোর থেকেই ভাঙ্গনের তীব্রতা আরও বেড়েছে। চিনা বাজার গ্রামের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে তলিয়েগেছে। গত ৩০ আগস্ট রবিবারের দিনও রাক্ষসী গঙ্গা ইতিমধ্যে গিলে ফেলেছে প্রায় ১৫০ টি বাড়ি। সম্পূর্ণ এলাকায় এখন প্রহর গুনছেন গঙ্গাবক্ষে চলে যাওয়ার। গঙ্গার ভয়াবহ ভাঙন চলতে থাকায় কয়েক কিমি জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে ভাঙন কবলিত এলাকায়।

ভাঙনের এই দুর্বিসহ অবস্থায় চরম ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্যে। মিলছেনা পর্যাপ্ত ত্রাণ এমন অভিযোগ এলাকাবাসীর। ভাঙ্গন কবলিতরা জানান, ভাঙনে আমাদের সব হারিয়েছে গঙ্গায় পর্যাপ্ত ত্রাণ পাচ্ছি না। নেই কাছাকাছি পান করার জন্য কোন পানীয় জলের ব্যবস্থাও ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর