ছাগল চুরি সন্দেহে চারজন মহিলা কে গণধোলাই

এনবিটিভি ডেস্ক: ঘটনাটি ঘটে নিয়ামাৎপুর চিত্তরঞ্জন রোড এর বেসরকারি নার্সিংহোমের সামনে। দীর্ঘদিন ধরে ছাগল চুরি হয়ে যাবার অভিযোগ ছিল কুলটি নিয়ামাৎপুর এলাকায়। বৃহস্পতিবার চিত্তরঞ্জন দিক থেকে আসা একটি অটোতে বেশ কয়েকটা ছাগল লুকিয়ে নিয়ে যাচ্ছিল চারজন মহিলা। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদের অটোক্যাড থামিয়ে ওই চারজন মহিলাকে নামিয়ে গণধোলাই দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে ওই চারজন মহিলা কে আটক করে নিয়ে যায়। তবে সূত্রে জানা যায় এই চারজন মহিলা পুরনো কাপড়ের ব্যবসা করেন। এই ব্যবসার আড়ালে ছাগল চুরি করতেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার মহিলা কে আটক করেছে।

Latest articles

Related articles