বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদঃ বেশ কয়েক বছর আগেও বেশ ভালোই ফসল হল জমি গুলিতে। কেউবা ধান, কেউবা লঙ্কা, পটল, সিম, বেগুন সবই হত ওই কৃষি জমি গুলোতে। তবে বাধ সাধল সরকারী কালভার্টের মুখের বাড়িটা। বাড়ি তৈরির সাথে সাথে বন্ধ করা হয়েছে কালভার্টের মুখ। আর তার ফলেই জল অপসারণের পদ্ধতিও হয়েছে বন্ধ। আর তা থেকেই বিপত্তি শুরু।
জল না বেরোনোর ফলে একটু বৃষ্টি হলেই জলের তলায় যায় কৃষি জমি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কারোর ধান, কারোর পটল, লঙ্কা সবই গেছে জলের তলায়। আর তা নিয়েই ক্ষোভ সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রাণীনগর থানার খেজুরতলা গ্রামে।
এলাকাবাসীর অভিযোগ দাউদ মন্ডল নামের ওই ব্যক্তি ইচ্ছা কৃত ভাবে মাটি ফেলে বন্ধ করে ওই সরকারী কালভার্টের মুখ। আর তার ফলেই জল না যেতে পেরে জল জমে কৃষি জমিতে। এ নিয়ে গত বছর প্রশাসনকে জানালে প্রশাসন মারফত গেট খুলে দেওয়া হয় তবে এবছর আবার সেই একই সমস্যা।
এলাকাবাসীদের দাবী, যত তাড়াতাড়ি সম্ভব এই কালভার্টের মুখ খুলে দেওয়া হোক তবেই বাঁচবে মাঠের ফসলগুলি।