দিল্লি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপালের অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিথ্যা কথা বলে আমার চরিত্র হনন করেছেন। এটা মেনে নেব না। উনি সব সীমা লঙ্ঘন করেছেন। আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা করব।”
রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ করার পর সে সময় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, “রাজভবন নিয়ে যা সব শুনছি। আমি আর ওখানে যাব না। প্রয়োজনে রাস্তায় গিয়ে দেখা করে আসব।”
রাজ্যের ভগবানগোলা ও বরাহনগর বিধানসভায় উপ নির্বাচনে তৃৃণমূলের জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের শপথ বাক্য পাঠ করার জন্য রাজভবনে ডেকে পাঠালে মুখ্যমন্ত্রী বলেন, “রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে… তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।”
মুখ্যমন্ত্রীর এসব মন্তব্যের প্রতিবাদেই মানহানির মামলা করার কথা জানিয়েছেন বোস।