কেজরিওয়ালের গ্রেপ্তারের পর সরকার অচল হয়ে পড়েছে: হাইকোর্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

কেজরিওয়াল

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পরে ‘স্থবির হয়ে পড়েছে’ দিল্লি সরকার মন্তব্য করেছেন দিল্লী হাইকোর্ট।

সোমবার এক আবেদনের শুনানির ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার বেঞ্চ এ কথা বলেন।

দিল্লির গুরুত্ব উল্লেখ করে আদালত বলেন, এটি এমন একটি পদ যেখানে দায়িত্বপ্রাপ্তকে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিনই থাকতে হয়। তার অনুপস্থিতির কারণে শিশুদের বিনামূল্যে পাঠ্য বই, লেখার উপকরণ এবং ইউনিফর্ম প্রদান থেকে বঞ্চিত করা যেতে পারে না।

এ সময় আদালত আরো বলেন, ‘জাতীয় স্বার্থ এবং জনস্বার্থ দাবি করে যে এই পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিই যোগাযোগহীন বা দীর্ঘ অনিশ্চিত সময়ের জন্য অনুপস্থিত থাকতে পারেন না। দিল্লির নগর উন্নয়ন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ স্বীকারোক্তিতে বলেছেন এমসিডি কমিশনারের আর্থিক লেনদেন বাড়াতে কেজরিওয়ালের অনুমোদনের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের পরে দিল্লি সরকার স্থবির হয়ে পড়েছে এ কথা স্বীকার করতেই হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর