নিজস্ব সংবাদদাতা: প্রকাশ্যে মঞ্চে মহাজোটের ডাক দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। আজ ভাঙড়ের ফুলবাড়ি গ্রামের একটি ইসলামিক ধর্ম সভায় বক্তব্য রাখেন তিনি। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা বিজেপির বিরুদ্ধে ওয়ান ইস্টু ওয়ান প্রার্থী দিতে চাই। সেজন্যই সিপিএম কংগ্রেস তৃণমূল ও আমরা সবাই মিলে মহা জোট করতে চাই। যদি তারা না আসে তাহলে বাম-কংগ্রেস তৃণমূল কে বয়কট করবো হুঁশিয়ারি আব্বাস সিদ্দিকীর।
তিনি আরও বলেন, যারা আমাদের এই জোটে আসবে না তারাই আসলে বিজেপির দালাল,তারাই বিজেপির সঙ্গে রয়েছেন।
নিচের লিংকে ক্লিক করে ভিডিও টি দেখুন …..