ফের গুরুগ্রামে নামাজে বাধা,“জয় শ্রী রাম” স্লোগান, আটক ৬

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

rss group

এনবিটিভি ডেস্কঃ  পুলিশ মোতায়েন থাকার সত্ত্বেও আজ শুক্রবারের নামাজ ঘিরে ফের অশান্তি গুরুগ্রামে।নামাজের জন্য বরাদ্দ খোলা জায়গায় মুসলিমদের নামাজ পাঠ বন্ধ করে দেয় একদল হিন্দুত্ববাদী গ্রুপ। নামাজ পড়ার বেশ কয়েক মিটার দূরেই ভারত মাতা কী জয়,জয় শ্রী রামস্লোগান দিতে থাকে। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তির পরেই হিন্দুত্ববাদী বিক্ষোভকারীদের মধ্যে হতে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

https://twitter.com/iyersaishwarya/status/1466685973069123584?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1466685973069123584%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fscroll.in%2Flatest%2F1012019%2Fgurugram-as-hindutva-groups-disrupt-namaz-in-sector-37-again-police-detain-protestors

সাধারণ সংখ্যালঘু মানুষের অভিযোগ, কয়েক হাত দুরেই থানা থাকার সত্ত্বেও কোনও প্রকার নিরাপত্তার ব্যবস্থা করেননি প্রশাসন। যদিও এর পূর্বে নানা ভাবে হিন্দুত্ববাদীর গ্রুপ নামাজ পড়তে বাধা প্রদান করে আসছে। সাধারণ মানুষের ধর্ম পালনে নাই কোনও নিরাপত্তা।

 

এদিন সোশ্যাল মিডিয়াতে নামাজের বাধা দেওয়ার অনেক ভিডিও ভাইরাল হয়। একটা ভিডিও ফুটেজে মানবশৃঙ্খল তৈরি করে বিক্ষোভকারীরা নামাজ পড়ার জায়গায় ঢুকতে দিতে দেয়নি মুসলিমদের। আরেকটি ভিডিওতে এক বিক্ষোভকারী এক মুসলিম ব্যক্তিকে নামাজের জায়গাতে যেতে বাধা দিতে দেখা যায় । অনেক চেষ্টার পরে হিন্দুত্ববাদী বিক্ষোভকারীকে সরিয়ে দেয় পুলিশ

 

https://twitter.com/pub_neat/status/1466676841037500416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1466676841037500416%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fscroll.in%2Flatest%2F1012019%2Fgurugram-as-hindutva-groups-disrupt-namaz-in-sector-37-again-police-detain-protestors

 

প্রসঙ্গত, নামাজের পরেই ইমাম সাহেব হিন্দু-মুসলিমের মধ্যে শান্তির জন্য প্রার্থনা করতে দেখা যায়। অন্য দিকে হিন্দুত্ববাদীদের জয় শ্রী রাম স্লোগান দিতে পরিলক্ষিত হয়। 

 

https://twitter.com/ahmermkhan/status/1466683952073039882?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1466683952073039882%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fscroll.in%2Flatest%2F1012019%2Fgurugram-as-hindutva-groups-disrupt-namaz-in-sector-37-again-police-detain-protestors

 

উল্লেখ্য,গুরুগ্রাম ওয়াকফ বোর্ডের রাজ্য আধিকারিক জামালউদ্দিন খান বলেন,সময়ের সাথে সাথে স্থানীয় প্রশাসন ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সাথে নামাজ পড়ার জায়গা খুঁজতে সমঝোতায় এসেছিল বেশ কয়েক বছর আগে থেকে। নামাজ পড়ার জন্য কোন মসজিদ না থাকায় তাদের খেলার মাঠ,বাজার এবং অন্যান্য খোলা জায়গায়, বিশেষ করে শুক্রবারে জামাতে নামাজের জন্য জড়ো হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

 

 

এদিকে পুলিশ ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির মধ্যে পর্যায়ক্রমে বাদানুবাদও হয়। যত দিন গড়াচ্ছে ততই হিন্দুত্ববাদীর আক্রোশ বাড়ছে। যদিও নানান ভাবে তাদের বোঝানর চেষ্টা চালাচ্ছেন প্রশাসক। অবশেষে মুসলিমদের পূর্বের নির্ধারিত নামাজের জায়গা গুলোতে না আসার জন্য অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। যেখানে তিন বছর আগে ১০০ টিরও বেশি স্থানে মুসলমানদের নামাজ পড়ার জন্য জেলা প্রশাসনের অনুমতি ছিল।তা অবশেষে ৩ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকের পর সেই সংখ্যা ২০-তে নেমে এসেছে।

 

 

প্রসঙ্গত, এক সংবাদমাধ্যমে জানা যায়, হিন্দুত্ববাদী দলগুলো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা প্রতিশ্রুতি বদ্ধ হয়েছে যে,যতক্ষণ না মুসলমানদের নামাজের জন্য জায়গা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে।এখন পর্যন্ত যা ঘটেছে তা শুধুমাত্র প্রশাসনের সাথে বোঝাপড়ার ভিত্তিতে ছিল। এটা কোনও আইনে লেখা নেই। শেষ পর্যন্ত, গুরুগ্রামে কোনো মুসলমান জনসমক্ষে নামাজ পড়তে পারবেনা।

 

হরিয়ানার প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দেশের সংবিধান যেখানে ধর্ম পালনে স্বীকৃতি দেয়। সেখানে ধর্মপালনে উগ্র হিন্দুত্ববাদীদের চরম বিরোধিতা পরিলক্ষিত হচ্ছে। সাধারণ সংখ্যালঘুদের ধর্ম পালনে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে প্রশাসন বারংবার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। কথাওকি দেশের সংবিধানের অধিকার গুলো লিখিত রুপই থেকে যাবে? নাকি তা বাস্তবায়ন হবে?

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর