এনবিটিভি, সফিকুল আলম, মালদা,১৯ই আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার মালিওর অঞ্চল এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীকে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতর নাম কাঞ্চন দাস (৩৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর এলাকায়। ধৃতর কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের অনুমান অসামাজিক কোন কাজ করার জন্যই হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন সংলগ্ন ওই এলাকায় দাঁড়িয়ে ছিল ধৃত দুষ্কৃতী। বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে । ধৃত দুষ্কৃতীর সহযোগী আর কেউ আছে কিনা তার তদন্ত করছে পুলিশ।
ধৃতর বিরুদ্ধে পুরনো কোন মামলা রয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷