হায়দ্রাবাদ শহর জলে থৈ থৈ

এনবিটিভি ডেস্কঃ  পশ্চিমবঙ্গের  মতো তুমুল বৃষ্টি পাত দেখা মেলে হায়দ্রাবাদে। দক্ষিণ বঙ্গের অনেকাংশ জলের নিচে এখন ও । নদীর বাঁধ ভেঙ্গে জীবন ধংসের মুখে নদী মাত্রিক এলাকার মানুষ। রাত সাড়ে আটটা থেকে ১১টার মধ্যে ১২ থেকে ১৩ সেন্টিমিটার বৃষ্টি। ভয়ঙ্কর বৃষ্টিতে প্লাবিত হায়দরাবাদ শহর। রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তা ঘাট জলে থৈ থৈ। জলের তোড়ে ভেসে যাচ্ছে পিক আপ ট্রাক। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে শহরে। শহরের নীচু এলাকা জল জমে গিয়েছে। ২ জন জলের তোড়ে ভেসে গিয়েছে। এখনও তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

Latest articles

Related articles