ভ্যাক্সিনেশন ক্যাম্প করতে বাধ্যতামূলক নথিভুক্তকরণ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

কলকাতা: কসবায় ভুয়ো টিকাকরন কান্ডের পর নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। টিকাকরণ কেন্দ্র করতে গেলে নথিভুক্ত করতে হবে স্বাস্থ্য দফতরে। এমনই কড়া পদক্ষেপ নিল তারা। নথিভুক্তকরণের পর নিতে হবে সিভিসি নম্বর। নম্বর না থাকলে টিকাকরণ কেন্দ্রের রেজিস্ট্রেশন হবে না বলে সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের।

স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, প্রত্যেক টিকাকরণ কেন্দ্রের বাইরে লিখে রাখতে হবে সিভিসি নম্বর। টিকা নিতে গেলে কোইউন অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিতে হবে সার্টিফিকেটও।

Latest articles

Related articles