তেলেঙ্গানায় ক্যাথলিক স্কুলে হিন্দুত্ববাদীদের হামলা

তেলেঙ্গানার মানচেরিয়াল জেলায়  জয় শ্রী রাম স্লোগান দিয়ে একটি ক্যাথলিক স্কুল ভাঙচুর এবং পুরোহিতকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একটি হিন্দুত্ববাদী গ্রুপের বিরুদ্ধে।

জানা যায়, ওই হামলায় কান্নেপল্লী গ্রামের সেন্ট মাদার তেরেসা ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন অংশে ভাংচুর করা হয়। সেন্ট মাদার তেরেসার মূর্তির উপর পাথর ছুঁড়ে ফেলা হয়। এ সময় হামলার শিকার হন স্কুলের ম্যানেজার ফাদার জাইমন জোসেফ।

তিনি বলেন, “হামলাকারীদের মধ্যে কেউ কেউ আমাকে চড় ও ঘুষি মেরেছে।

হিন্দু ছাত্রদের তাদের ধর্মীয় পোশাক পরার অনুমতি না দেওয়ার অভিযোগে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কতৃপক্ষ। অবশ্য অভিযোগটি অস্বীকার করেছে স্কুল কতৃপক্ষ।

স্কুল কৃতপক্ষ এই হামলার ব্যাপারে পুলিশকে অবহিত করলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

Latest articles

Related articles