৩১ মার্চ দিল্লীতে মহা মিছিলের ঘোষণা ইন্ডিয়া জোটের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

09

দেশের গণতন্ত্র রক্ষার্থে ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে ‘মহাসমাবেশ’ আয়োজন করার ঘোষণা দিয়েছে ইন্ডিয়া জোট।

রবিবার দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা গোপাল রায় এ তথ্য জানান।

গোপাল রায় বলেন, ” ৩১ মার্চ রামলীলা ময়দানে ‘মহাসমাবেশ’ হবে। দেশে যেসব অনাচার করছে তার প্রতিবাদেই এই সমাবেশ। ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন।”

তিনি আরও বলেন, “আমাদের কোনো মন্ত্রী বা সাংসদকে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি গতকাল শহীদ দিবস ছিল। আমরা ভগত সিংকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম কিন্তু সেখানেও আমাদের সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন কংগ্রেসের দিল্লি ইউনিটের প্রধান অরবিন্দর সিং লাভলি।তিনি বলেন, “৩১ মার্চের এই মহাসমাবেশ শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি দেশের গণতন্ত্র রক্ষা এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে বড় পদক্ষেপ।

অন্যদিকে, দিল্লির মন্ত্রী আতিশির নেতৃত্বে আম আদমি পার্টির কর্মীরা রবিবার রাজধানীর গোবিন্দপুরি এলাকায় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর