স্বাস্থ্যবিধি শিকেয়, লোকাল ট্রেনে গাদাগাদি ভিড় হাওড়া-শিয়ালদহে, মাস্ক ছাড়াই ট্রেনে উঠলেন বহু যাত্রী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201111-WA0003

এনবিটিভি: পূর্ব নির্ধারিত সূচি মেনেই বুধবার এ রাজ্যে শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। সকালের দিকে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরত্ববিধি শিকেয় ওঠে. হাওড়া, শিয়ালদহের মতো বড় বড় স্টেশন তো বটেই, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্টেশনেও গাদাগাদি ভিড় হতে শুরু করে। এদিন সকালের দিকে কামরাগুলিতে শ্যেন দৃষ্টি ছিল রেল রক্ষী বাহিনীর। ভিড় মাত্রাছাড়া হতেই বাহিনীর সেই নজরদারিও উধাও.

যদিও রেল কর্তৃপক্ষের দাবি, প্রতিবারই ট্রেন প্রান্তিক স্টেশনে ঢোকার পর প্রতিটি কামরা স্যানিটাইজ করা হয়েছে.
ইউরোপের বিভিন্ন দেশে এসে লেগেছে করোনার দ্বিতীয় ঢেউ. এ রাজ্যে এদিন লোকাল ট্রেনের যে ছবি দেখা গেল, তাতে এখানেও এই ঢেউ অচিরেই লাগতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যবিদদের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর