হঠাৎ কী এমন হল তাঁকে এমন মন্তব্য করতে হল! রীতিমত অবাক রাজনৈতিক মহল। দিলীপ ঘোষ জানিয়েছেন – “তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের যেকোনও ভালো কাজের সঙ্গে আছি”। সেই সঙ্গে সঙ্গে এটাও বলতে ভোলেননি – “কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ পায় সেটা দেখা উচিৎ ছিল তৃণমূলের”।
মমতার সরকারের ভালো কাজে সহযোগিতা করার বার্তা দিয়ে তিনি বোঝাতে চাইলেন, তৃণমূলের সঙ্গে বিজেপির ফারাক কোথায়। সম্প্রতি নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিমতো তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রূপায়ণে বিজেপিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাঁরা বিভিন্ন দুয়ারে সরকারের সামনে হেল্প ডেস্ক খুলে ফর্ম ফিলাপ করে দিচ্ছে সাধারণের সুবিধার্থে।