নিউজ ডেস্ক : ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন মালদা দক্ষিণের কংগ্রেস নেতা এবং সাংসদ আবু হাশেম খান চৌধুরী। প্রয়োজন পড়লে রাজ্য কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন বলে তিনি জানিয়ে দিলেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মালদা দক্ষিণের এই প্রবীণ কংগ্রেস নেতা বলেন, যদি কখনো এমন পরিস্থিতি হয় যে বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসের মধ্যে একটিকে সমর্থন জানাতে হবে তখন আমরা স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেসকেই বেছে নেব।
রাজ্যের এবং দেশের স্বার্থে বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন করা কখনোই কংগ্রেসের পক্ষে সম্ভব হবে না বলে তিনি জানিয়েছেন। তবে কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের ভোট পরবর্তী আঁতাত তৈরি হয় সেক্ষেত্রে বর্তমান কংগ্রেস বাম দল এবং আই এস এফ এর মধ্যে বর্তমানে যে জোট রয়েছে তার ভবিষ্যৎ কি হবে তাও প্রশ্নের মুখে পড়তে পারে। উল্লেখ্য এখনো পর্যন্ত আইএসএফ এবং কংগ্রেসের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু আসনে চূড়ান্ত হয়ে ওঠেনি। তার মাঝেই আবু হাশেম খান চৌধুরীর মতো প্রবীণ কংগ্রেস নেতার বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।