মালদায় উদ্ধার বেআইনি অস্ত্র, গ্রেফতার ১

গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ।

মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী, জানান একটি গোপন সূত্রের খবর পেয়ে এএসআই হীরা শেখকে মোথাবাড়ি থানার অন্তর্গত আর্সেনিক 4 নম্বর মোড়ে অভিযান চালাতে বলি, এবং এই গোপন সূত্রের খবর মারফত অভিযান চালিয়ে অস্ত্র সহ একজনকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতী একটি হাত ব্যাগে করে বেআইনি আগ্নেয়াস্ত্র গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এবং পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সেভেন এম এম  পিস্তল, একটি পাইপগান সাতটি ম্যাগাজিন ও কুড়ি রাউন্ড কার্তুজ।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সফিকুল ইসলাম। (২১).  তার বাড়ি কাঠালবাড়ি , রাজনগর কালিয়াচক থানা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই যুবক বেআইনি অস্ত্র কারবারি।

Latest articles

Related articles