নিউজ ডেস্ক : মুর্শিদাবাদে কংগ্রেসে বড়সড় ভাঙন। ৫০০ জন কংগ্রেস কর্মী, সমর্থক দল ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে । ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের দাপুটে নেতা কার্তিক সাহা ও আশীষ দে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত সিনহার নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ৫০০ কর্মী সমর্থক নাড়ুগোপাল মুখার্জির হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন।
অনুষ্ঠানে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জি বলেন, ‘বহরমপুর সহ গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানুষ বুঝে গেছেন কংগ্রেস বা বিজেপি করে কোনও লাভ নেই। তৃণমূল কংগ্রেসই হল এমন একটি দল যা রাজ্যের উন্নয়নের দিশা দেখাতে পারে। তাই দলে দলে অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের শরিক হতে চাইছেন।’ প্রকৃত অর্থে মানুষের সেবা না করে অধীর চৌধুরী কংগ্রেস দলটিকে নিয়ে ছিনিমিনি খেলছেন। তা সহ্য করতে না পেরে কংগ্রেসের বড় বড় নেতারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।