কোনওভাবেই পরিযায়ী শ্রমিকদের দায় সরকারের নয়, সাফ জানান দিলীপ

এনবিটিভি ডেস্কঃ শুক্রবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে ঔরঙ্গাবাদে। হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফেরার পথে ক্লান্ত হয়ে রেললাইনেই ঘুমিয়ে পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। আচমকা মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় অন্তত ১৬ জনের, আহত একাধিক। সেই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে বেনজির মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

প্রশ্ন তুললেন, কোনও শ্রমিক যদি রেললাইনে শুয়ে থাকেন তাতে কেন্দ্রের কী দোষ? পাশপাশি, এই ঘটনায় রাজ্যকেই তোপ দাগলেন তিনি। বলেন, শ্রমিকদের এই পরিণতি জন্য রাজ্যই দায়ী। রাজ্য শ্রমিকদের ঘরে ফেরাতে সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেই শ্রমিকদের কার্যত এভাবে ঘরে ফিরতে হচ্ছে। সেই কারণেই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি তিনি বলেন যে, রাজ্য সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না বলেই ঘর ছাড়ছে মানুষ। তাই কোনওভাবেই পরিযায়ী শ্রমিকদের দায় সরকারের নয়, সাফ জানান দিলীপ। কিন্তু মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার, তবে কী এই দুর্ঘটনার দায় রাজ্যের উপর চাপিয়ে শিবরাজ সিং চৌহান সরকারকেই ব্যর্থ বললেন সাংসদ দিলীপ ঘোষ? এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে।

Latest articles

Related articles