দক্ষিণেশ্বরে প্রকাশ্যে তৃণমূলের ‘ গোষ্ঠীদ্বন্ধ’ আহত ৫

এনবিটিভি: দক্ষিণেশ্বরে পি কে মুখার্জি রোডে গতকাল তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ একেবারে প্রকাশ্যে। গতকাল সুরজিৎ বোসের জন্মদিন ছিল, সেখানে মদন মিত্র ও এসেছিলেন। ঠিক যখন অনুষ্ঠান শেষ করে তারা বাড়ি ফিরছিলেন তখন মৌসুম বলে এক তৃণমূলের ওপর গোষ্ঠী তার দলবল ২৫- ৩০ জন লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ৪-৫ জনকে বেধড়ক মারধর করে। এবং তারপর এলাকায় তিন রাউন্ড গুলি চলে বলে অভিযোগ এবং এলাকার অন্য মানুষরা জানিয়েছে এখানে গুলি চলছে কিন্তু তারা ভয়ে কোনো কথা বলছে না। সুরজিৎ বাবু জানায় তারা এলাকায় ভালো কাজ করছে সেটা ওপর গোষ্ঠী চায় না সেই কারণেই এই দ্বন্ধ । তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ। এই বিষয়ে পুলিশ বলেছেন তারা মামলা দায়ের করেছেন । এই ঘটনায় কেউই গ্রেফতার হয়নি। এবং যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে র‍্যাপ দেওয়া হয়েছে। মূলত এলাকা দখল নিয়ে এই গন্ডগোল। এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। কিন্তু গ্রেফতারের খবর এখনো পর্যন্ত পাওয়া যায় নি। এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে।

Latest articles

Related articles