জীব বৈচিত্র্য রক্ষার্থে ৩৫টি কুমিরের বাচ্চা ছাড়া হল সুন্দরবনের নদী ও খালে

সুন্দরবন, এনবিটিভি : আজ ভাগবতপুর কুমির প্রকল্পের উদ্যোগে ৩টি পুরুষ ও ৩২ মহিলা কুমির ছাড়া হল সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে। কলমি নদী, ভাইজার খাল ও লোথিয়ান দ্বীপে ছাড়া হয় কুমিরের বাচ্চাগুলি।

ভগবত পুর কুমির প্রকল্পের প্রধান বলেন,” সমস্ত কুমিরের বয়স চার বছর ও প্রত্যেকের উচ্চতা চার ফুটের বেশি। ভাগবতপুর কুমির প্রকল্পেই সেগুলি বাড়ানো হয় আর ৪ বছর বয়স করে ছাড়া হয় কারণ তারা সহজে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে”।গত বছরও এই প্রকল্প ৫৫ টি বাচ্চা ছাড়ে সুন্দবনের বিভিন্ন নদী ও খালে।

সুন্দরবনের অন্যতম আকর্ষণ কুমির, পরিবেশ দূষণের জন্য আজ তারা বিলুপ্তির পথে, তাদের প্রজনন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই অভিনব উদ্যোগ ভগবতপুর কুমির প্রকল্পের।

Latest articles

Related articles