
সুপ্রিম কোর্টের দেওয়া বিধান অনুযায়ী, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং ঘৃণামূলক মন্তব্যকে কড়াভাবে দমন করতে হবে। আদালত বলেছে ঘৃণামূলক মন্তব্যকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কোন ব্যক্তি, জাতি বা গোষ্ঠীকে হেও বা অপমানজনক মন্তব্য করা, ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। ওয়াকফ সংশোধনী ২০২৫ চ্যালেঞ্জকারী একটি মামলার শুনানি চলাকালীন ভারতের প্রধান বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব খান্নার, সম্প্রীতি রক্ষা করার বিধান দেন। অ্যাডভোকেট বিশাল তিওয়ারি রাজনীতিবিদের ঘৃণামূলক বক্তব্য ও উত্তেজক মন্তব্যের বিরুদ্ধে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (PIL) নিয়ে শুনানি করছিলেন।