ব্রোঞ্জ নিয়েই থামতে হল ভারতীয় বক্সার লভলিনাকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (11)

অলিম্পিকের মঞ্চ থেকে দেশকে বক্সিংয়ের পদক নিশ্চিত করে আগেই ইতিহাস সৃষ্টি করেছেন আসামের ২৩ বছরের লভলিনা বরগোঁহাই। টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন ৯ জন ভারতীয় বক্সার। পদক অর্জন করতে পেরেছেন মাত্র একজনই, মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগের লভলিনা।

নিজের প্রথম অলিম্পিকের প্রথম ম্যাচেই জার্মানীর নাদিন আপ্টেজকে হারিয়ে দেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চেন নিয়েন চিনক। কঠিন প্রতিপক্ষের চ্যালেঞ্জ উড়িয়ে ভারতীয় বক্সার পৌঁছান শেষ চারে। মেয়েদের ওয়েল্টারওয়েট বিভাগে পদক নিশ্চিত করে ফেলা লভলিনা সন্তুষ্ট ছিলেন না তাতেও।

স্পষ্ট জানান লক্ষ্য সোনা। এর আগে কোন ভারতীয় বক্সারই অলিম্পিকের ফাইনালে পৌঁছাননি। লভলিনাও জায়গা করতে পারলেননা ফাইনালে। সেই অধরা কীর্তির লক্ষ্যেই শেষ চারে লভলিনা মুখোমুখি হন বিশ্বের এক নম্বর তুরস্কের বুশেনাজ সুর্মেনালির। চেষ্টা করেও পারলেন না লভলিনা। সেমিফাইনালে হারলেন ৫-০।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর