সদ্য তৃণমূল ত্যাগ করা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করল বিজেপি,সিঙ্গুরে শুরু প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210314_181937

নিউজ ডেস্ক : রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সিঙ্গুর (Singur) থেকে বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বিদায়ী বিধায়ক। প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সিঙ্গুরের বিজেপি সমর্থকরা। গেরুয়া শিবিরের সমর্থকরা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূলের দালাল বলেও অভিযোগ তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

বহুদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিঙ্গুর আন্দোলনে অংশ নিয়েছিলেন। পেয়েছেন তার পুরস্কারও। ৪ বার তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় বসেছেন তিনি। তবে টিকিট না পেয়ে এবার গিয়েছেন গেরুয়া শিবিরে। কিন্তু এতদিন যে ব্যক্তির জন্য বিজেপি নেতা কর্মীরা সঠিকভাবে নিজেদের দলের প্রচার করতে পারেননি তাকেই দল প্রার্থী করায় ক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীরা। বহু কর্মী ইতিমধ্যেই এর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বিক্ষোভ দেখাতে। বিশেষ করে ক্ষুব্ধ আদি বিজেপি কর্মীরা যারা প্রথম থেকেই বিজেপির সঙ্গে যুক্ত কাউকে প্রার্থী হিসেবে দেখতে চাইছিলেন। এখন তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সদ্য প্রাক্তন হওয়া এক তৃণমূলের এক নেতাকে দিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন বিজেপি কতটা সুবিধা করতে পারে সেটাই এখন দেখার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর