কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আইএনটিটিইউসির বিক্ষোভ নদীয়ার শান্তিপুরে

সুরজিৎ দাস, নদীয়া: পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি সহ ইপিএফের সুদের হার কমানোর প্রতিবাদে নদীয়ার শান্তিপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করল আইএনটিটিইউসি সংগঠন। কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানিয়েছেন তারা।

কেন্দ্র সরকারের জনবিরোধী নীতিসহ বেশ কয়েকটি বিষয়ের উপর প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে রাজ্যের আইএনটিটিইউসি। ঠিক একই দাবি নিয়ে এদিন নদীয়ার শান্তিপুরের প্রথমে বিক্ষোভ-সমাবেশ পরে শান্তিপুরের রাজপথে একটি মিছিল করে আইএনটিটিইউসি।

শান্তিপুর শহর আইএনটিটিইউসি সভাপতি সনদ চক্রবর্তী বলেন, “এই প্রথম কেন্দ্র সরকার ই পি এফ এর সুদের হার কমিয়ে দিয়েছে। এর পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে করে সর্বশান্ত সাধারণ মানুষ”। অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমানো সহ ইপিএফ এর সুদের হার বাড়াতে হবে এই দাবি নিয়ে এদিনের বিক্ষোভ দেখায় তারা।

Latest articles

Related articles