শনিবাসরীয় সন্ধ্যায় দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে ধোনির দল। ৬ টি ম্যাচের মধ্যে ৫টি জিতেছে তারা। শেষ আইপিএলে খারাপ পারফরম্যান্স দেখালেও এবার এখনও অবধি টেবিল টপার ধোনিরা। অন্যদিকে, ৫ বারের চ্যাম্পিয়ন রোহিতরা রয়েছেন টেবিলের চার নম্বরে।
পরিসংখ্যান বলছে, আইপিএল ইতিহাসে ১৮ বার ধোনিদের হারিয়েছে মুম্বই। ১২ টি জিতেছে চেন্নাই। নির্বাসন কাটিয়ে ২০১৮ সালে আইপিএলে ফিরে আরও খারাপ ফল করেছে সিএসকে। রোহিতদের বিরুদ্ধে ৮ টির মধ্যে ৬টি ম্যাচ হেরেছে তারা।
টিম সূত্রে তেমন চোটের খবর নেই। বলাই যায়, আইপিএলে দুই সফল দলের লড়াই জমে উঠবে আজ।