Monday, May 19, 2025
28 C
Kolkata

ট্রাম্পের বিরুদ্ধে ইরানের জবাব: ‘মিথ্যাচার ও ধ্বংসের নীতি’ বলে কটাক্ষ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই

মধ্যপ্রাচ্য সফরকালে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ ইরানের নেতৃত্ব। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই শনিবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্টকে ‘অপদস্তকারী’ ও ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে বলেছেন, “তার বক্তব্য এতই নিম্নস্তরের যে সেগুলো আমেরিকার জন্যই লজ্জার।” রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে দেওয়া এই ভাষণে উপস্থিত জনতা “মৃত্যু আমেরিকাসহ” বিভিন্ন স্লোগান দেয়।

খামেনেইয়ের এই মন্তব্য আসে ট্রাম্পের সেই বক্তব্যের জবাবে, যেখানে তিনি ইরানের অবকাঠামোকে ‘ধ্বংসস্তূপ’ এবং ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত দেশ’ বলে বর্ণনা করেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা পাল্টা জবাব দিয়ে বলেন, “যে ব্যক্তি ফিলিস্তিনি নিধনকে সমর্থন করে, সে শান্তির কথা বলছে – এটা স্পষ্ট মিথ্যা। ইসরায়েল একটি ক্যান্সারসদৃশ টিউমার, যা উপড়ে ফেলতে হবে।”

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নৌবাহিনীর এক সমাবেশে ট্রাম্পকে নিয়ে বলেছেন, “এই প্রেসিডেন্টের কোন কথায় বিশ্বাস করব? শান্তির বার্তায়, নাকি গাজায় গণহত্যা সমর্থনে?” তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিষেধাজ্ঞার উদাহরণ টেনে ট্রাম্পের ‘দ্বিচারিতা’ তুলে ধরেন।

ট্রাম্প তার ভাষণে ইরানের বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে দাবি করেন, “দেশটির নেতৃত্ব সবুজ কৃষিজমিকে বন্ধা মরুভূমিতে পরিণত করেছে।” বাস্তবেও, বছরের পর বছর ধরে চলা জ্বালানি সংকটে ইরানের অর্থনীতি চাপে রয়েছে। শনিবার খনি, ইস্পাত ও সিমেন্ট শিল্পের প্রধান সংগঠনগুলি যৌথভাবে পেজেশকিয়ানের কাছে চিঠি দিয়ে ৯০% বিদ্যুৎ ব্যবহার সীমাবদ্ধতা পুনর্বিবেচনার অনুরোধ জানায়।

ওমানের মধ্যস্থতায় চার দফা আলোচনা সত্ত্বেও পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থা কাটেনি। ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে একটি প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার বলেছেন, “ওয়াশিংটনের বিভ্রান্তিকর বক্তব্যের মধ্যে কোনো লিখিত প্রস্তাব আসেনি।” তিনি এক্স (টুইটার)-এ স্পষ্ট করে দেন, “শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে ইরান কখনো সরে আসবে না।”

ট্রাম্পের ‘পারস্য উপসাগর’কে ‘আরব উপসাগর’ বলার ইঙ্গিতেও ক্ষোভ দেখা দিয়েছে ইরানে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া থেকে শুরু করে সাধারণ নাগরিকরাও সামাজিক মাধ্যমে এই ইঙ্গিতের তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি ট্রাম্পপন্থী কিছু ইরানি প্রবাসীও এই বক্তব্যের বিরোধিতা করেছেন।

ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইন্দোনেশিয়ায় ওআইসি সম্মেলনে বলেছেন, “ট্রাম্পের বক্তব্য প্রমাণ করে তিনি বিভ্রমে বাস করছেন।” অন্যদিকে, ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কমান্ডার হোসেইন সালামি সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, “আমরা আমাদের সাংস্কৃতিক পরিচয় ও ইসলামিক মূল্যবোধ নিয়ে গর্বিত।”

২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে সরিয়ে নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে। বর্তমান আলোচনায়ও আস্থা তৈরি হচ্ছে না। ইরানের পরমাণু কর্মকর্তা কাজেম গরিবাবাদি শুক্রবার পশ্চিমা মিডিয়ার সেই খবর নাকচ করে দিয়েছেন, যেখানে বলা হয়েছিল ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারে। তার ভাষ্য, “সমৃদ্ধকরণের অধিকার আমাদের রেড লাইন।”

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও ইরান-বিরোধী বক্তব্য দুই দেশের মধ্যে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও পরমাণু চুক্তি নিয়ে অনিশ্চয়তা এই অঞ্চলের রাজনীতিকে আরও অস্থির করে তুলছে।

Hot this week

কৈথালে আইএসআই সংযোগের মামলায় অভিযুক্ত দেবেন্দ্র সিংয়ের জেরা: সামরিক গোয়েন্দাদের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কৈথালের মস্তগড় এলাকার বাসিন্দা দেবেন্দ্র সিংকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা...

শঙ্কার ছায়ায় হোয়াইট হাউস: দুই হিন্দু ধর্মপ্রচারকের অতীত ঘিরে বিতর্কের ঝড়

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত...

দেশপ্রেমের মুখোশ খুলে পড়ল ইউটিউব তারকার! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা

হরিয়াণার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা, যিনি নিজেকে বরাবরই ‘দেশপ্রেমিক’...

Topics

কৈথালে আইএসআই সংযোগের মামলায় অভিযুক্ত দেবেন্দ্র সিংয়ের জেরা: সামরিক গোয়েন্দাদের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কৈথালের মস্তগড় এলাকার বাসিন্দা দেবেন্দ্র সিংকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা...

শঙ্কার ছায়ায় হোয়াইট হাউস: দুই হিন্দু ধর্মপ্রচারকের অতীত ঘিরে বিতর্কের ঝড়

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত...

দেশপ্রেমের মুখোশ খুলে পড়ল ইউটিউব তারকার! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা

হরিয়াণার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা, যিনি নিজেকে বরাবরই ‘দেশপ্রেমিক’...

হিমাচলে স্কুল বন্ধের সিদ্ধান্ত: ছাত্রসংখ্যার অভাবে বন্ধ ১২০০টি শিক্ষা প্রতিষ্ঠান

হিমাচল প্রদেশে শিক্ষার মান ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বড়সড়...

মিটিং-মিছিল নিষিদ্ধ কেষ্টর নামে, কোর কমিটির বৈঠকেই অনুব্রতকে ফোন মুখ্যমন্ত্রীর

বীরভূম জেলা রাজনীতিতে ফের উত্তেজনা। সদ্যই জেলা সভাপতির পদ...

ভারত-আর্মেনিয়া কৌশলগত জোট: আজারবাইজানের বিরুদ্ধে আকাশ-১ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে ভারত

নয়াদিল্লি:ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই একটি বড়...

Related Articles

Popular Categories