হেলিকপ্টার বিভ্রাট নয়, ফাঁকা ময়দানের জন্যই ঝাড়গ্রামের সভায় যায়নি অমিত শাহ

নিউজ ডেস্ক : হেলিকপ্টার বিভ্রাট নয়, ফাঁকা ময়দানের কারণেই গতকাল ঝাড়গ্রামের সভায় যাননি বিজেপি নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল ঝাড়গ্রাম এর সার্কাস ময়দান এ বেলা ১১ টায় উপস্থিত হয়ে বিজেপির জনসভায় বক্তব্য রাখার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু বেলা ১২ টা ৩৫ মিনিটে বিজেপির মিডিয়া সেলের তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভায় উপস্থিত হতে পারবেন না, তার হেলিকপ্টারে কিছু সমস্যার কারনে। তারপর বেলা ১:০৭ মিনিট এ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গীকে সঙ্গে নিয়ে এক অনলাইন প্ল্যাটফর্ম থেকে বক্তৃতা দেওয়া শুরু করেন অমিত শাহ। অনলাইন সম্প্রচার শুরুর তিন মিনিট পর থেকেই তিনি বক্তৃতা শুরু করেন। স্বাভাবত কুড়ি থেকে ত্রিশ মিনিট বক্তব্য দেওয়া অমিত শাহ গতকাল বক্তব্য রাখেন মাত্র ৬ মিনিট ৫৩ সেকেন্ড। খবরে জানা গেছে লাইভ সম্প্রচার টি গড়ে দেখেছিলেন মাত্র ১২০০ দর্শক, যা অমিত শাহের হিসেবে খুব কম।

ঝাড়গ্রাম এর সভাতে না যাওয়ার কারণ হিসাবে যদিও হেলিকপ্টার বিভ্রাট কে দায়ী করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে কিন্তু ঝাড়গ্রাম এর বিজেপি সভাপতিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিজেপি নেতা বলেন আমাদের এখানে যদিও জনসমাগম হয়েছে কিন্তু অমিত শাহের জনসভার জন্য যে পরিমাণ জনসমাগমের প্রত্যাশা করেছিলাম সেই তুলনায় আদৌ লোকসমাগম হয়নি। এর আগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপির নেতাদের জনসভায় জনসমাগমের ঘাটতি দেখা গেছে। বেশ কয়েকদিন আগে বর্তমান বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা লালগড়ে একটি জনসভায় ভাষণ দেওয়ার জন্য উপস্থিত হলেও জনসমাগম পর্যাপ্ত পরিমাণ না হওয়ায় তিনি সেখান থেকে বক্তৃতা না রেখেই প্রস্থান করেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে কলকাতার ব্রিগেড জনসভাতে বিজেপির মন ভরার মত জনসমাগম লক্ষ্য করা যায়নি। আর এসবের কারণে অস্বস্তিতে রয়েছে রাজ্য বিজেপি।

Latest articles

Related articles