এনবিটিভি, ওয়েব ডেস্ক: বুধবার সকালে হাওড়ার জয়পুর থানার কাঁকরোল এলাকায়, পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার তদন্ত করতে, যান বিজেপির মহিলা সাংসদদের একটি প্রতিনিধি দল।
এদিন তাঁরা বলেন, “এই গ্রামে দুই মহিলা বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সেই অপরাধে তাঁদের এবং বিজেপির আরও অনেক কর্মী-সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ায়নি। দলীয়ভাবে যতটুকু যা করার করেছি। দিল্লিতে গিয়ে দলের জাতীয় নেতাদের কাছে এই ঘটনার রিপোর্ট দেবো।”
তবে এদিন ওই প্রতিনিধি দল আসার পথে, তাঁদের লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা এই কাজ করেছে। তা নিয়ে সামান্য উত্তেজনাও তৈরি হয়।