আব্দুস সামাদ,জঙ্গিপুর : জঙ্গিপুর ১নম্বর বিধানসভার মনোনীত প্রার্থী জাকির হোসেনের সমর্থনে সাংবাদিক সম্মেলন করলেন ১৯৯৮ সালে বামফ্রন্ট সরকারের তথা তৎকালীন শাসক দলের চোখে চোখ রেখে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন দলের জঙ্গিপুর বিধান সভার হেভিও়েট নেতা মুনজুর আলী।
তিনি আজকের সাংবাদিক সম্মেলন থেকে বলেন জাকির হোসেন তৎকালীন মন্ত্রী থাকা কালীন জঙ্গিপুর বিধান সভায় ব্যাপক উন্নয়ন মুলুক কাজ করেছেন। তাই তিনি পশ্চিমবঙ্গের ২৯৪ টী বিধান সভার বিধায়ক ও বিধায়িকা দের থেকেও রেকর্ড সংখ্যাক ভোটের ব্যাবধানে বিজয়ী লাভ করবেন। এবং এবারে তিনি মমতা ব্যানার্জির ক্যাবিনেটে পূর্ণ মন্ত্রিত্ব দায়িত্ব পাবেন। এছাড়াও তিনি বলেন জঙ্গিপুর বিধানসভার দফুরপূর গ্রাম পঞ্চায়েতের দলের কিছু নির্বাচিত সদস্য,ও কর্মী সমাজ বিরোধী কাজ করছেন তাদের প্রতি প্রশাসন যেনো দৃষ্টি রাখেন। দৃষ্টান্ত মুলুক শাস্তি দেওয়া হয় ভোটের আগেই, তাহলে পরিবেশ অনেকটাই শান্ত থাকবে।